শনিবার ২৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | পহেলগাঁওয়ে জঙ্গিহানায় নিহতদের শ্রদ্ধার্ঘ্যে আইপিএল থেকে বিনোদন পর্ব ছেঁটে ফেলার পরামর্শ সানির

Sampurna Chakraborty | ১৩ মে ২০২৫ ১৮ : ০৩Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: এক সপ্তাহের বিরতির পর ১৭ মে আবার শুরু হচ্ছে আইপিএল। ভারত-পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতির জন্য সাময়িকভাবে স্থগিত রাখা হয় কোটিপতি লিগ। ২২ এপ্রিল পহেলগাঁও আক্রমণ থেকে দুই দেশের মধ্যে ঝামেলার সূত্রপাত। জঙ্গিহানায় প্রাণ হারায় ২৬ জন নিষ্পাপ পর্যটক। সুনীল গাভাসকর মনে করেন, নিহতদের শ্রদ্ধা জানাতে আইপিএলে বিনোদনের অংশটুকু থাকা উচিত নয়। শুধুমাত্র বাকি ম্যাচগুলো খেলা উচিত। এই প্রসঙ্গে সানি বলেন, 'আমি শুধুই খেলা হোক চাইব। প্রায় ৬০ ম্যাচ হয়ে গিয়েছে। শেষ ১৫-১৬টা ম্যাচ বাকি। এরমধ্যে কয়েকটা পরিবার কাছের লোকেদের হারিয়েছে। আমি চাই না আইপিএলের সঙ্গে বাকি যা বিনোদনমূলক ব্যবস্থা থাকে, সেটা এবার থাকুক। চাই শুধু ম্যাচগুলো হোক। স্টেডিয়ামে দর্শক থাকুক, তবে গান বাজনা বন্ধ হোক। ওভারের মাঝে যেন ডিজের চিৎকার না থাকে। শুধু টুর্নামেন্টটা শেষ হোক। চিয়ারলিডার না থাকা উচিত। এইভাবে যারা প্রাণ হারিয়েছে তাঁদের পরিবারের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানানো উচিত।' 

আইপিএলের বাকি ম্যাচে বিদেশি প্লেয়ারদের খেলা নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিসিসিআই। টুর্নামেন্ট সাময়িকভাবে স্থগিত রাখায়, সমস্ত বিদেশি প্লেয়াররা দেশে ফিরে গিয়েছে। তাঁদের খেলার বিষয়টা ফ্র্যাঞ্চাইজির ওপর ছেড়ে দিয়েছে বোর্ড। গত সপ্তাহের শেষদিকেই দেশে ফিরেছে বিদেশিরা। এত দ্রুত তাঁদের ফেরা সম্ভাব হবে কিনা জানা নেই। ১৭ মে থেকে চিন্নস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল। ফাইনাল ৩ জুন। তাই হয়ত বিদেশি প্লেয়ারদের ছাড়াই লিগের শেষ কয়েকটা ম্যাচ খেলতে হতে পারে ফ্র্যাঞ্চাইজিদের। 


Sunil GavaskarIPL 2025BCCI

নানান খবর

সোশ্যাল মিডিয়া